প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ১২:২৪ পি.এম
অতিরিক্ত হাসিল আদায়ে ফেনীতে কোরবানি হাটে জরিমানা

ফেনী প্রতিনিধিঃ
বাড়তি হাসিল আদায় ও সড়কে গরু রেখে হাট বসানোর দায়ে ফেনীর ছাগলনাইয়ার গরুর হাটে জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন কন্ট্রাক্টর মসজিদ এলাকায় কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অতিরিক্ত হাসিল আদায় রোধ এবং রাস্তায় পশু রেখে হাট বসানো বন্ধে পরিচালিত এই অভিযানে রাস্তায় বাঁধা অবস্থায় পাওয়া পশুগুলো সরিয়ে দেয়া হয়। একইসাথে মাইকিংয়ের মাধ্যমে হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের বারবার সতর্ক করা হয় যাতে রাস্তার উপর পশু না রাখা হয়।
অভিযানে একটি মামলায় ১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595
Copyright @ 2023 Alokito Somoy 24. All rights reserved