ফেনী প্রতিনিধিঃ
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগের দাবিতে ফেনীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ফেনী সরকারি ও মহিপাল সরকারি কলেজ'সহ জেলার বেশকয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানায়, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক- কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড অতিক্রম করে খেজুর চত্বরে এসে শেষ হয়।
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595