ফেনীর পরশুরামে নেই ইউএনও-এসিল্যান্ড, চলছে জনদুর্ভোগ

আপডেট : July, 30, 2025, 5:33 pm

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর পরশুরাম উপজেলায় চলছে অতিরিক্ত দায়িত্বপালন। সম্প্রতি ইউএনও এবং ১০ মাস ধরে নেই সহকারী কমিশনার (ভূমি)। ইউএনও অতিরিক্ত দায়িত্ব থাকায় এবং এসিল্যান্ডের পদটি শূন্য থাকায় ভূমি অফিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা।

এদিকে ৫ ই আগষ্টের পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর উপজেলা চেয়ারম্যান, মেয়র,ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার এবং মেম্বার কেউই নেই দায়িত্বে।

জমি কেনাবেচা নাম খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধে যথাযথ সেবা মিলছে না। জমি খারিজ না করার কারণে জমি বেচাকেনা করতে পারছেন না সাধারণ মানুষ। এ ছাড়া ব্যাহত হচ্ছে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ। এতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগীরা জানান, পরশুরাম একটি জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম উপজেলা। প্রতিদিন এই উপজেলায় অনেক জমি বেচাকেনা ও নিবন্ধন হয়ে থাকে। জমি বিক্রি করতে গেলে নামজারি, বাটোয়ারানামা ও খাজনা পরিশোধ করতে হয়। এসব কাজ সম্পাদন করতে এসিল্যান্ড থাকা আবশ্যক।

এছাড়াও পরশুরাম উপজেলার তিনটি ইউপি’তে স্থায়ী প্রশাসক নেই। উপজেলা বিভিন্ন দপ্তরে দায়িত্ব থাকা কর্মকর্তাদের  অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে প্রশাসকের কাজ। এতে করে বাড়ছে জনদুর্ভোগ। সরেজমিনে ঘুরে দেখা যায়, ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদে নারী পুরুষের ঘুরাঘুরি, নেই কোন প্রশাসক। সবাই এক রুম থেকে অন্যরুমে ছুটছে ফাইল নিয়ে।আবার কেউ অপেক্ষা করছেন কখন প্রশাসক আসবে তাদের কাগজ পত্রে স্বাক্ষর হবে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেবা নিতে পারছেন না। একই চিত্র পরশুরাম উপজেলায় চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে।

গত ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পট পরিবর্তনের  পর দলিয় চেয়ারম্যানরা গা ঢাকায় পড়ে। ভোট বিহীন প্রতিনিধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে বাতিল করা হয় স্থানীয় নির্বাচত  চেয়ারম্যানের দায়িত্ব।

এদিকে স্থানীয় সরকার পরিষদ আইন অনুযায়ী, প্রশাসক নিয়োগ না দিয়ে উপজেলা বিভিন্ন দপ্তরে দায়িত্বরত কর্মকর্তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে ইউনিয়ন প্রশাসকের দায়িত্ব।যার কারণে দুর্ভোগের মাত্রা বাড়ছে দিন দিন।

উপজেলা বিভিন্ন দপ্তরে দায়িত্বরত বেশির ভাগই অতিরিক্ত দায়িত্বে রয়েছে। যুব উন্নয়ন কর্মকর্তা সপ্তাহে তিন দিন পরশুরাম এবং তিন দিন ফুলগাজী, সমাজসেবা অফিসার কর্মকর্তা তিন দিন পরশুরাম তিনদিন ফুলগাজী। বেশির ভাগই অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে।

এদিকে সারা দেশে গত২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভোটার তালিকার হাল নাগাদের কার্যক্রম। অন্যদিক জন্মনিবন্ধন, নাগরিক সনদ,মৃত্যু সনদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্রের প্রয়োজন হলেও নির্দিষ্ট সময়ে সরবরাহ করা যাচ্ছে না।

কিন্তু গতবছরের ১৩ অক্টোবরে দিকে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো মাহফুজুর রহমান প্রশিক্ষণ নিতে ৬ মাসের জন্য ঢাকা চলে যান।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা পরিষদ ও পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।কষ্ট হলেও তাঁর পক্ষে নিয়মিত ভূমি অফিস করা কঠিন ছিল।

ইতিমধ্যেই ইউএনও আরিফুর রহমান পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হয়ে গত ২৪ জুলাই বৃহস্পতিবার শেষ অফিস হয় পরশুরামে।ইউএনও আরিফুর রহমান চলে যাওয়া স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ দেখা যায়। ফুলগাজী ইউএনও পরশুরামে অতিরিক্ত দায়িত্ব পালন করছে।

পরশুরাম বাজারের ব্যবসায়ী রবিউল হক বলেন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিশনার, মেম্বার কেউই নেই। এর মাঝে এ্যাসিল্যান্ড ১০ মাস নেই, অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে  ইউএনও দায়িত্ব। স্থানীয় জনগণের জনদূর্ভোগের শেষ নেই। তিনি আরও বলেন, তিন দিকে ভারত এবং বন্যা দূর্গত এলাকা।এই মহূর্তে কোনো বড়ো ধরণের  সমস্যা দেখা দিলে জনদূর্ভোগ ছাড়া আর কিছু নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন, পরশুরাম উপজেলা ভূমি অফিসের অধীনে দুইটি সহকারী ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কাজ উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এসিল্যন্ড না থাকায় এসব অফিস থেকে সেবাপ্রার্থীদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চলছে নড়বড়ে।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম  বলেন,  বিভাগীয় কমিশনার অফিসে জানানো হয়েছে  সহকারী কমিশনার ভূমি) এবং ইউএনও সহ পদায়ন করার জন্য  ।ইউএনও দায়িত্ব ফুলগাজী ইউএনও কে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্যা হওয়ার কথা না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিগগিরই উপজেলায় ইউএন ও এবং  সহকারী কমিশনারের (ভূমি) পদায়ন করবেন বলে তিনি জানান।