

বিশেষ প্রতিনিধিঃ
ফেনীতে জুলাই যোদ্ধা সাংবাদিকদের ওপর মহিপালে গণহত্যায় জড়িত যুবলীগ ক্যাডার যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম প্রকাশ (বাবুল ডাকাতের) নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। অবশ্যই পরে বিক্ষুব্ধ জনতার হাতে বাবুল ডাকাত সহ তিনজন গণপিটুনির শিকার হয়েছেন।
এই ঘটনায় আহতদের পক্ষে জাতীয় দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি ও ফেনীর প্রত্যয়ের স্টাফ রিপোর্টার তানজিদ শুভ বাদী হয়ে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনী প্রেসক্লাবে জুলাই যোদ্ধাদের জন্য মঙ্গলবার বিকালে স্মরণ সভার আয়োজন করা হয়। ওই সভায় জুলাই যোদ্ধা সাংবাদিকরা মহিপালে গণহত্যা বিষয়ে বক্তব্য দেন।
এই বক্তব্যের পর যুবলীগ ক্যাডার সোনাগাজীর মাহমুদুল হাসানের ছেলে আবদুর রহিম বাবুলের নেতৃত্বে ফেনী পৌর কৃষক লীগ নেতা রামপুর সওদাগর বাড়ির ইয়াছিন আরাফাত রুবেল, মধুপুরের নাজিম উদ্দিন ও চৌদ্দগ্রামের নজির আহমদ রতন সহ ১০-১২জন সন্ত্রাসী ফেনী প্রেসক্লাবের নীচে সশস্ত্র অবস্থান নেয়। এসময় জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ ও জিটিভির জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজি, দৈনিক ভোরের আকাশের তানজিদ শুভ, একুশে সংবাদের আব্দুল আল নোমান, বাংলাদেশ সমাচারের মোঃ হারুন, সোনালী কন্ঠের সাজ্জাতুল মিরাজ, ফেনীর প্রত্যয়ের সোহরাব হোসেন’সহ সাংবাদিকেরা ফেনী প্রেসক্লাবের নীচে নামতেই বাবুল ডাকাতের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিকরা গুরুতর আহত হয়।