ক্যান্সারে নিহত জাকিরের পরিবারকে আর্থিক সহযোগিতা ফ্রেন্ডস ফোরাম, মিলান, ইতালির

আপডেট : January, 26, 2018, 1:35 pm

দাগনভূঞা প্রতিনিধি->>>
ফেনীর দাগনভূঞা উদরাজপুর’র বাসিন্দা জাকির হোসেন দির্ঘদিন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।
এদিকে জাকেরের পরিবার তার চিকিৎসার জন্য নানানভাবে অর্থ ব্যায় করে অনেক ঋণি হয়ে যায়।
ঠিক তখনই নিহত জাকেরের পরিবারের পাশে এসে দাড়িয়েছে বৃহত্তর নোয়াখালি সমিতি, ফেন্ডস ফোরাম, মিলান, ইতালি।
জাকিরের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তার পরিবারের হাতে একলক্ষ এক হাজার নগদ অর্থ প্রদান করেন ফেন্ডস ফোরাম, মিলান, ইতালি।
উক্ত অর্থ প্রদানকালে ব্যাংকার ও সমাজ সেবক মনজুরুল আলম টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালি সমিতি, মিলান, ইতালির সভাপতি মির হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক আবদুল কায়ুম মামুন, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল কায়েস রিপন। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ প্রমুখ।