ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ড্যাবের দোয়া-মাহফিল ও আলোচনা সভা। 

আপডেট : June, 3, 2025, 10:49 am

ফেনী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)”–এর উদ্যোগে ফেনীতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার ৩০ মে সন্ধ্যায় শহরের ডক্টরস ক্লাবে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, “জিয়াউর রহমান এদেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের প্রতীক। তার শহাদাত শুধু একটি দলের নয়, জাতির অপূরণীয় ক্ষতি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক। বক্তব্য দেন দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এস এম সোহরাব আল হোসাইন, ড্যাব নেতা ডা. জালাল উদ্দিন রুমি, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
ডা. জালাল উদ্দিন রুমি বলেন, “বাংলাদেশে তথাকথিত সেক্যুলারদের মাঝে দেশপ্রেম নয়, বরং রয়েছে বিদ্বেষ। তারা কখনোই মানুষের ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নয়।”
বক্তারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।