ফেনীতে ৬৫ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : December, 11, 2015, 4:31 pm

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ৬৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। শক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব’র একটি দল। ভোর ৫টার দিকে মধুপুর ট্রেডার্সের সামনে হাজী এ সামাদ কার্গো সাভিসের কমলাবাহী একটি কাভার্ডভ্যান (চট্ট-মেট্টো-ট-১১-১৬৯৬) তল্লাসি চলায় র‌্যাব। এ সময় প্রায় ৬৫ হাজার ইয়াবাসহ মো: সোহেল ওরফে সোহাগ (২৮) ও মো: সাইফুল ইসলাম মিজানকে (২৭) আটক করা হয়। তবে গাড়ীতে থাকা আরেক মাদক পাচারকারীকে ধরতে পারেনি র‌্যাব। আটককৃত সোহাগ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া এলাকার মো: আলী হোসেন’র ছেলে ও মিজান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া এলাকার বেলায়েত হোসেন’র ছেলে। র‌্যাব জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতরা পরিবহণ পেশার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসা করে আসছে।