ফেনীতে একরাম হত্যা মামলার আসামী রুটি সোহেল র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : July, 3, 2017, 4:12 am

শহর প্রতিনিধি->>>

ফেনী সদরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামী ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল র‍্যাব ৭ এর সাথে বন্দুকযুদ্ধে নিহত, একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার ও গুলি উদ্ধার করেছে র্যার । সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকার শামছুল হক চেয়ারম্যান বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সোমবার ভোর রাতে শহরের বিরিঞ্চি এলাকার অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রুটি সোহেল ও তার সন্ত্রাসী বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোরে। র‌্যাবও আতœরক্ষাতে পাল্টা গুলি চালালে রুটি সোহেল গুলিবিদ্ধ হয়। পরে র‌্যাব তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রিভেলবার, একটি বিদেশী পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।নিহত সোহলে একই এলাকার জাফর আহম্মেদ ছেলে। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহিদুু ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যা,ডাকাতি,ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে।
এঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাব।

ছবি-এইচ এম দুলাল