এবার সালামনগর হবে পেয়ারা গ্রাম

আপডেট : October, 28, 2019, 11:13 pm

স্টাফ রিপোর্টার->>>

দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের সালামনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে পেয়ারা গ্রাম স্থাপন করা হয়েছে।

সোমবার বিকালে ভাষা শহীদ সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জয়েন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্মল চন্দ্র সূত্রধর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, সুলতানা মারজাহান, সালামনগর সিআইজি পুরুষ( ফসল) সমবায় সমিতির সহ-সভাপতি রাশেদ আলম, সম্পাদক মোহাম্মদ হারিস আহমেদ, কোষাধক্ষ্য আমির হোসেন প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ সালাম নগরে অর্ধশতাধিক পরিবারের মাঝে নিরাপদ ফল উৎপাদন লক্ষ্যে বিনামূল্যে প্রতি পরিবারে একটা করে পেয়ারা চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয় । উল্লেখ্য- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম দাগনভূঞা উপজেলার প্রত্যেকটি গ্রামে নিরাপদ ফল উৎপাদন ও সজিনা গ্রাম সৃষ্টি করা । সে লক্ষ্যে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।