সোনাগাজীতে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

আপডেট : March, 19, 2020, 11:21 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনীর সোনাগাজীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১১টি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর চরচান্দিয়া গ্রামের রশিদ সওদাগরের বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আজিজ উল্যাহর ছেলে হেদায়েত উল্যাহর বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় হেদায়েত উল্যাহর বসত ও রান্নাঘর, তার সহোদর আমান উল্যাহর বসত ও রান্নাঘর, এমদাদ উল্যাহর বসত ও রান্নাঘর, সানা উল্যাহর বসতঘর, একই বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে আবুল কালামের বসত ও রান্নাঘর, তার সহোদর আবুল খায়েরের বসত ও রান্নাঘর এবং একই বাড়ির ইব্রাহীমের বসত ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭টি পরিবারের ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।