”কাকার ফেসবুকীয় অর্ধচন্দ্র”

আপডেট : April, 28, 2020, 12:16 am

লেখক– মোঃ রবিউল হাসান (নির্বাহী অফিসার, দাগনভূঞা, ফেনী)

সবাইকে বন্ধু ভাবার দরকার নেই
সবাইকে বন্ধু বানানোরও দরকার নেই
সবাইকে বন্ধু হিসেবে পেতে হবে কথা নেই।

সবাই বন্ধু হিসেবে সুখকর বলে মনে হবে না
সবাই বন্ধু হিসেবে ভাবতেও চায় না
সবাই বন্ধু হিসেবে মনের খোরাক হয় না
সবাই বন্ধু’র সংজ্ঞায়ও তো পড়ে না।

তারপরও চাই থাকুক ফেসবুকীয় বন্ধুত্ব
তারপরও চাই সময়ের তরীতে যুগ্মনৃত্য
তারপরও চাই অসময়ে ব্যথিত সতীর্থ
তারপরও চাই দুঃসময়ের সত্য সমতীর্থ
তারপরও চাই একই মন মাখা শাশ্বত নিঃস্বার্থ।

এ হবে না আদৌ, যত প্রাণ তত স্বত্ব
তবুও ফেলে দাও তারে ছুঁড়ে, যে কাঁটা হয়ে বিঁধে
যে হয় না স্বস্তির মনঘড়ি, যে অযথাই ভুলে বাঁধে
যে হিংসার বাণ ছুঁড়ে, যে হামবড়া, যে নয় সাদাসিধে
এ হবে প্রিয় টাইমলাইন, শান্তির ফেসবুকীয় কর্তৃত্ব।

(কাকার গলাধাক্কায় হিংসুক, অহংকারী, অহেতুক শান্তি বিনষ্টকারী বিষয় শেয়ারকারী থেকে দূরে থাকা হোক সংযমের অনন্য উদাহরণ)

প্রকাশক- মোঃ জুলফিকার আলম।