দাগনভূঞা যান্ত্রিক পদ্ধতিতে আউশ ধান কাটা ও মাড়াই শুরু

আপডেট : August, 6, 2020, 9:14 am

জসিম উদ্দিন ফরায়েজী>>>

দাগনভূঞায় সমকালীন চাষাবাদেরর আওতায় আবাদকৃত জমিতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে আউশ  ধান কর্তন শুরু হয়েছে।  কৃষি সম্প্রসারন অধিদপ্তর দাগনভূঞা, ফেনীর উদ্যোগে জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন এর সার্বিক সহযোগিতায়,ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  দক্ষিণ বারাহিগোবিন্দ গ্রামের একই মাঠের প্রায় ২৫ একর জমিতে আউশ আবাদ করা হয়েছিল। গতকাল ৫ ই আগষ্ট ২০২০ বিকাল ৩ ঘটিকায়  কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে উক্ত ধান কর্তন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারন অফিসার দাগনভূঞা। এছাড়া উপসহকারী  কৃষি অফিসার জনাব রনি মজুমদার, মোঃ মোশাররফ  হোসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের  সদস্য ও প্যানেল  চেয়ারম্যান জসিম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ  ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা  কৃষি সম্প্রসারন অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন ভাইরাসের কারণে দাগনভূঞা আউশ ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিতে পারে। আর এই আশংকায় যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তন ও মাড়াই শুরু হয়েছে।