দাগনভূঞা এনএফএলসিসি প্রকল্পের ব্রিধান-৮৫ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট : August, 9, 2020, 10:22 pm

আলোকিত সময় ডেস্ক>>>

 

রবিবার ৯ আগষ্ট ২০২০ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাগনভূঞা, ফেনীর আয়োজনে জায়লস্কর ইউনিয়নের দ. বারাহি গোবিন্দ গ্রামে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-১/২০১৯-২০ অর্থবছরে স্থাপিত ব্রিধান-৮৫ প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপসহকারি কৃষি অফিসার রনি মজুমদারের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ রাফিউল ইসলাম এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ জসিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান, ৮ নং জায়লস্কর ইউনিয়ন পরিষদ, মহিউদ্দীন হায়দার, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ, জায়লস্কর ইউনিয়ন শাখা।

 

উক্ত ব্লকে কর্মরত উপসহকারি কৃষি অফিসার জনাব মোঃ মোশাররফ হোসেন সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপস্থিত সকলে ব্রিধান-৮৫ এর ফলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই জাতটি অত্র এলাকায় সম্প্রসারণের অভিমত ব্যক্ত করেন। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।