সোনাগাজীর সোনাপুরে জমির বিরোধ নিয়ে দুই গৃহবধূর উপর হামলা, শ্লীলতাহানির চেষ্টা

আপডেট : February, 9, 2021, 12:22 am

সংবাদদাতা->>> ফেনীর সোনাগাজীর সোনাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা চালিয়ে দু’গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। এ ব্যাপারে গৃহবধূ কোহিনুর আক্তার বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের তিনবাড়িয়া গণু মিয়া হাজী বাড়ির শহীদ উল্যাহর স্ত্রী কহিনুর আক্তার সোনাপুর বাজারে দীর্ঘ ১৫বছর পূর্বে জমি ক্রয় করে দোকান ঘর নির্মাণ করে চা দোকান ভাড়া দিয়েছেন। দোকান ঘরটি জবর দখলের জন্য শহীদ উল্যাহ ও তার স্ত্রীকে হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। ৮ফেব্রুয়ারি সোমবার ওই দোকানঘরটি সংস্কার কাজ শুরু করা হয়। দুপুর ১২টার দিকে
সোনাপুর গ্রামের মানু হাজী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে শরীয়ত উল্যাহ, আহম্মদ উল্যাহ, মোহাম্মদ উল্যাহ, মো. ওমর ফারুক ও মৃত আবদুল শুক্কুরের ছেলে ফকির আহম্মদ সহ ১০-১৫জন ভাড়াটে সন্ত্রাসী এসে অতর্কিত হামলা করে। এসময় শহীদ উল্যাহর স্ত্রী কহিনুর আক্তার, তার ঝা লায়লা বেগমকে কিলঘুষি লাথি মেরে আহত করে এবং প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় কহিনুর আক্তারের ব্যবহৃত দশ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, ১২ আনা ওজনের ৩৫হাজার টাকা মূল্যের একটি স্বর্নের চেইন তার ঝা লায়লা বেগমের ১০আনা ওজনের ৩০হাজার টাকা মূল্যের একটি স্বর্নের চেইন লুটে নেয়। মামলা মকদ্দমা করলে তাদেরকে খুন করে লাশ গুমের হুমকি দেয়। এসময় তাদের মার্কেটের অপর ব্যবসায়ী, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ূব নবী ফরহাদ সহ বাজারের ব্যবসায়ীরা তাদেরকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন।