ফেনীতে ১৭ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস-

আপডেট : August, 5, 2022, 12:20 pm

ফেনীতে ১৭ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস-

 

কাউসার আহমেদ (আলোকিত সময়২৪)-

ফেনীতে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) । বুধবার (২৭ জুলাই) সকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করস্ত চার বিজিবি সদর দপ্তরে মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়।

সংলিষ্ঠ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জানুয়ারি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ফেনীতে বিজিবি কর্তৃক আটককৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৩০০৬৪ বোতল ভারতীয় পেনসিডিল আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা, ১৯ বোতল ভারতীয় স্কোপ সিরাপ আনুমানিক মূল্য ৭৬০০ টাকা, ৬৮৮ ভারতীয় বিয়ার কেন বোতল আনুমানিক মূল্য এক লাখ ৭২ হাজার টাকা, ১৩২১১ বোতল ভারতীয় হুইস্কি আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, ৫০০ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ১৮ লাখ ৪২৫০ টাকা, ১৬ হাজার ৪৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী দুই আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহা পরিচালক কর্নেল মোঃ মারুফুল আবেদীন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাপটেন করলেন এ কে এম আরিফুল ইসলাম, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির হোসেন, সরকারি পরিচালক মোঃ আলীুজ্জামান, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বলেন নিজের জীবনকে উৎসর্গ করে বিজিবির দেশের সীমান্ত রক্ষা করেছে।

মাদক ক্যান্সারের মতো ভেদি এটা শুধু বিজিবির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব নয় এটিকে নির্মূল করতে হলে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবার সম্মানিত উদ্যোগ প্রয়োজন সকলের প্রচেষ্টা থাকলে এদেশ একদিন মাদকমুক্ত হবে বিজেপির সদস সেক্টর কুমিল্লার উপ পরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন বলেন শুধু পরিবার নয় পুরো দেশের জন্য হুমকি একজন মাদক সেবী। বিজিবি মাদক রোধে জিরো টলারেন্স এ কাজ করে যাচ্ছে। মাদক চোরা চালান রূপকল্পে বিজিবির প্রতিটি সদস্য কাজ করেছেন।