ফেনীর রোমিও-জুলিয়েটের একমাত্র সন্তান রানীর মৃত্যুর পাঁচ বছর আজ-

আপডেট : December, 26, 2022, 11:46 pm

এম কাওছার (রিপোর্টার)-

ফেনী শহরের মানসিক ভারসাম্যহীন দম্পতি যাদেরকে সবাই রোমিও জুলিয়েট বলে চেনে। তাদের একটি সন্তান বছর দুয়েক আগে চুরি হয়ে যায়।গত ১৫ মে তাদের কোল জুড়ে আরেকটি সন্তান আসে একটি কন্য সন্তান তার নাম রেখেছিল তারা রানী।

 

কিন্তু তাদের সেই আশার প্রদীপ রানীও আজ মারা গেছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রানী। গত দুইদিন আগে ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিল সিরাজুল ইসলাম অসুস্থ দেখে রানীকে হাসপাতালে ভর্তি করান।

 

প্রশ্ন থেকে যায় আমরা কি পেরেছি অসহায় পরিবারে জন্ম নেয়া রানীদের খবর নিতে?তাদের সু চিকিৎসা দিতে? তাদের পরিবারকে অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে? দুপুরে সমাজ কর্মী মনজিলা আক্তার মিমির সহযোগিতায় ও We Can Change Youth Society সংগঠনের তত্বাবধানে ফেনী পৌর কবরস্থানে রানীর মৃতদেহ দাফন করা হয়েছে।