পরিস্থিতি মোকাবিলা করে গ্রহণযোগ্য নির্বাচন করা হবে

আপডেট : November, 9, 2023, 7:16 pm

জেলা প্রতিনিধি (নাটোর):

নির্বাচন যথাসময়েই হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। একটি অপশক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। এ সকল পরিস্থিতি মোকাবিলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবকছিুই করা হবে।

 

বুধবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। সংবিধান অনুযায়ী নির্বাচনসহ সকল কার্যক্রম চালানো হবে। সরকার কোনো অপশক্তির কাছে মাথানত করবে না। আওয়ামী লীগের সকল কর্মীদের ভুলভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য শামিম ওসমান, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নাটোর পুলিশ সুপার অফিসের বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্নার উদ্বোধন এবং নাটোর পাসপোর্ট ভবনের উদ্বোধন করেন। বিকেলে নাটোর শহরের কানাইখালী বাসস্ট্যান্ডে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।

 

সমাবেশে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবারকে স্বপরিবারে হত্যার পর তিনি দেশে ফিরে তার ধানমণ্ডির বাড়িতে ঢুকতে পারেননি। তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ডুকরে কেঁদেছেন। সেদিনের কথা নিশ্চিয়ই আপনাদের মনে আছে।

তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্যারালালভাবে হাওয়া ভবন গঠন করা হয়েছিল। সেখান থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের লালন করেছে। নাটোরসহ সারাদেশে মানুষ হত্যার মাধ্যমে আতঙ্কের জনপদে পরিণত করেছিল। এখন তারা ক্ষমতায় আসতে চায়। এজন্য লন্ডনে বসে তারেক রহমান যা বলছে তাই শুনে কিছু মানুষ লাফালাফি করছে। কিন্তু ক্ষমতায় আসবেন কীভাবে? তার জন্যে নির্বাচনে আসতে হবে।

 

তিনি বিএনপি-জামায়াতকে লক্ষ্য করে বলেন, আপনাদের যেমন হরতাল অবরোধ করার অধিকার রয়েছে। তেমনি জনগণের মানা না মানার অধিকার রয়েছে। কিন্তু বাসে আগুন দিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার জন্য পায়তারা করছেন। আপনাদের যদি জনগণের ওপর বিশ্বাস থাকে তাহলে নির্বাচনে আসুন। সন্ত্রাস জঙ্গিবাদ ও গানপাউডার দিয়ে ক্ষমতায় আসা যাবে না।

তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্যারালালভাবে হাওয়া ভবন গঠন করা হয়েছিল। সেখান থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের লালন করেছে। নাটোরসহ সারাদেশে মানুষ হত্যার মাধ্যমে আতঙ্কের জনপদে পরিণত করেছিল। এখন তারা ক্ষমতায় আসতে চায়। এজন্য লন্ডনে বসে তারেক রহমান যা বলছে তাই শুনে কিছু মানুষ লাফালাফি করছে। কিন্তু ক্ষমতায় আসবেন কীভাবে? তার জন্যে নির্বাচনে আসতে হবে।

 

তিনি বিএনপি-জামায়াতকে লক্ষ্য করে বলেন, আপনাদের যেমন হরতাল অবরোধ করার অধিকার রয়েছে। তেমনি জনগণের মানা না মানার অধিকার রয়েছে। কিন্তু বাসে আগুন দিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার জন্য পায়তারা করছেন। আপনাদের যদি জনগণের ওপর বিশ্বাস থাকে তাহলে নির্বাচনে আসুন। সন্ত্রাস জঙ্গিবাদ ও গানপাউডার দিয়ে ক্ষমতায় আসা যাবে না।

নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামিম ওসমান, শিবলি সাদিক, শফিকুল ইসলাম শিমুল প্রমূখ।