আজ (৬ ডিসেম্বর) ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ফেনী পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয়।

আপডেট : December, 6, 2023, 12:51 pm

প্রত্যয়-ডেক্স –

 

আজ (৬ ডিসেম্বর) ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ফেনী পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয়।

প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপন হয় এই দিবসটি।

ফেনীর পূর্বাঞ্চল দিয়ে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা দলে দলে ফেনী শহরে প্রবেশ করতে থাকেন। মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকায় ও শহরবাসীরবাসীরা “জয় বাংলা” স্লোগানে-স্লোগানে প্রকম্পিত করে তুলে পুরো এলাকা, এক পর্যায়ে প্রবল প্রতিরোধের মুখে নিশ্চিত পরাজয় জেনে রাজাকার, আলবদর, আল শামস বাহিনী ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।

রণাঙ্গনে ১০ নভেম্বর দুই জন অফিসারসহ ৭২ জন পাকসেনা আত্মসমর্পণ করেন। দীর্ঘ ৯ মাসের সংগ্রামের মধ্য দিয়ে লাল-সবুজের পতাকা ওড়ান মুক্তি কামিরা।

মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ জন বীর উত্তম, ৭ জন বীর বিক্রম এবং ২০ জন বীর প্রতীক। মোট ফেনীর ৩১ জন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়।