ফেনীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট : January, 3, 2024, 2:43 pm

শহর প্রতিনিধি:
ফেনীতে বিগত ২০২২ সালের ৬ ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ খেলায় ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে মর্মান্তিক ছুরিকাগাতে নিহত জসিম উদ্দিন হত্যা মামলার আসামি রমিজ হাসান আলভীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এদিন অজ্ঞাতনামা ৬/৭ জন বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ভিকটিম মোঃ জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরবর্তীতে গত ০৯/১২/২০২২ইং তারিখ ভিকটিম মোঃ জসিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
পুলিশ সুত্রে জানা যায়, জসিম উদ্দিন নিহতের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা নং-২০/৭৩৯, তারিখ-০৭/১২/২০২২ইং,ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ সংযোজন ৩০২ দঃ বিঃ দায়ের করা হয়।
সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ ঘটনা সমূহ সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এবং ঘটনাস্থলের আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তসহ গ্রেফতারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের দিক নির্দেশনায় আসামীদেরকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ সহ অবস্থান নির্ণয় পূর্বক সূত্রোক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/কোমল কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফেনী, চট্টগ্রাম জেলা ও সিএমপি বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে ঘটনার সহিত জড়িত আসামী রমিজ হাসান আলভী (১৯), পিতা- দ্বীন মোহাম্মদ, মাতা- শাহেনা আক্তার প্রঃ রোকসানা, সাং- স্বরাজপুর (মিঝি বাড়ী), থানা-সোনাগাজী, জেলা-ফেনীকে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকার ইউনুছ মোল্লার ডক ইয়ার্ডে মেরামতরত ছিদ্দিক আহাম্মেদ বার্জ হইতে ৩১/১২/২০২৩ইং তারিখ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।